Logo

খেলাধুলা    >>   বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হার, ব্রাজিলের ড্র

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হার, ব্রাজিলের ড্র

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হার, ব্রাজিলের ড্র

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা কনমেবল অঞ্চলের ম্যাচে শুক্রবার (১৫ নভেম্বর) মাঠে নেমেছিল ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে জয় বঞ্চিত থাকতে হয়েছে দু'দলকেই। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর আর্জেন্টিনা ২-১ ব্যবধানে হেরে গেছে প্যারাগুয়ের কাছে। এই হারে আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও তাদের পয়েন্টের ব্যবধান কমে এসেছে। অন্যদিকে, ব্রাজিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।

ভেনেজুয়েলার স্তাদিও মাতুরিনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। ৪৩তম মিনিটে রাফিনহার গোল ভেনেজুয়েলার জালে পৌঁছায়। ভেনেজুয়েলার ডি-বক্সের বাইরে ফ্রি কিক থেকে শট নিয়ে রাফিনহা বল জালে জড়ান। এতে ১-০ গোলে এগিয়ে গেলেও, বিরতির পরেই গোল হজম করতে হয় ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে তেলাসকো সেগোভিয়ার গোল ভেনেজুয়েলাকে ১-১ সমতায় ফেরায়। এই ম্যাচে ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র পেনাল্টি মিস করেন, যা ব্রাজিলের জন্য ছিল ম্যাচের জয়ের সুযোগ। শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিল টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে।

আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় প্যারাগুয়ের আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে। এদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে প্যারাগুয়ে তাদের গৌরবময় জয় পায়। ম্যাচের শুরুতে আর্জেন্টিনা ১১তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায়। এঞ্জো ফার্নান্দেজের থ্রু বল ধরে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো। তবে, সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১৯তম মিনিটেই প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিকে গোল করে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ৪৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ওমর আলদারেতে, যা শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে।

প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদারেতে আর্জেন্টিনার লিওনেল মেসিকে আক্রমণাত্মক ফাউল করলেও রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি, যা নিয়ে বিরতির সময় রাগান্বিত প্রতিক্রিয়া জানান মেসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারির রেফারিং নিয়ে কথা বলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, “আমরা সবাই দেখেছি মাঠে কী ঘটেছে। এ বিষয়ে অনেক কিছু বলা যায়, তবে এগুলো এখন বলার কোনো অর্থ হয় না।”

এই ম্যাচের পর কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন এসেছে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার সামনে সুযোগ  শনিবার উরুগুয়ের বিপক্ষে জয় পেলে পয়েন্টে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলার। ব্রাজিলের অবস্থান টেবিলের তিন নম্বরে, তাদের পয়েন্ট ১৭। ইকুয়েডর বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে। প্যারাগুয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert